সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

প্রবন্ধঃ সুকান্তর ‘ছাড়পত্র’

সাম্যবাদী ধারার অন্যতম কবি সুকান্ত । ‘ ছাড়পত্র ’ ( ১৯৪৯ ) সুকান্তর অন্যতম কাব্যগ্রন্থ । কাব্যগ্রন্থের মধ্যে ‘ ছাড়পত্র ’ সর্বাধিক সুপরিচিতি এবং সুগঠিত । সুকান্তর কাব্যগ্রন্থগুলো তাঁর মৃত্যুর পর ক্রমান্বয়ে প্রকাশিত হ ’ তে থাকে । কবিতার সংখ্যার দিক দিয়ে ‘ ছাড়পত্র ’ প্রথম । ‘ ঘুম নেই ’ কবিতার সংখ্যার দিক দিয়ে ‘ ছাড়পত্রের ’ সমতুল্য । জন্মমাত্র ‘ সুতীব্র চিৎকারের মধ্যে দিয়েই কবি বুঁঝে উঠতে পেরেছিলেন নতুন বিশ্বের কাছে ব্যক্ত করে তাঁর অধিকার । এই নতুন শিশুর ভূমিষ্ঠর সাথে সাথে নিজের দায়িত্ব কর্তব্য বা পালনীয় কার্যগুলোর বহিঃপ্রকাশ ঘটান তিনি । পৃথিবী অসুস্থময় এবং অবাসযোগ্য হওয়াতে কবি চিন্তিত হয়ে পড়েন নতুন শিশুর আগমনের সাথে সাথে । কবি হিশেবে তাই অঙ্গীকারবদ্ধ হোন নতুন শিশুর কাছে । একটি সুস্থ এবং সুন্দর পৃথিবী উপহার দেওয়ার স্বপ্ন গেঁথে থাকে কবির দু ’ চোখে । এবং তিনি সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য নিরন্তর চেষ্টা করতে থাকেন । কতটা সফল হ ’ য়ে ওঠেন তা তিনি নিশ্চিত করে বলতে পার...