সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

মার্চ, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

রবীন্দ্রনাথের বৌঠান কাদম্বরী দেবী

কুশারীবংশের জয়রাম ঠাকুরের কনিষ্ঠ সন্তান গোবিন্দরাম ঠাকুর। তাঁর সঙ্গে বিয়ে হয় খুলনার দক্ষিণডিহি গ্রামের নন্দরাম গঙ্গোপাধ্যায়ের মেয়ে রামপ্রিয়া দেবীর। গোবিন্দরামের মৃত্যুর পর; রামপ্রিয়া দেবী তাঁর বিষয়-সম্পত্তি গোবিন্দরামের ভাইদের কাছ থেকে আলাদা করে নেন আইনের আশ্রয়ের মাধ্যমে। রামপ্রিয়া দেবীর ভ্রাতুষ্পুত্র জগন্মোহনকে তিনি লালনপালন করতে শুরু করেন। রামপ্রিয়া দেবী, তাকে কলকাতার ‘হাড়কাটা’ এলাকায় নিজ উদ্যোগে একটি বাড়ী তৈরি করে দেন। তিনি জগন্মোহনকে বিয়ে দেন দ্বারকানাথ ঠাকুরের মামা কেনারাম রায়চৌধুরীর মেয়ে শিরোমণির সাথে। ঠাকুর পরিবারের সাথে রামপ্রিয়া দেবীর সম্পর্ক ছিল পূর্ব থেকেই। কুশারীবংশের পঞ্চানন ঠাকুর ছিলেন জোড়াসাঁকোর ঠাকুরদেরও পূর্ব আদিপুরুষ। এই বিয়ের মাধ্যমে আবার যেন সম্পর্কের প্রাণ পেল। ভোজনরসিক, সুস্বাস্থ্যর অধিকারী জগন্মোহনের সঙ্গীতপ্রীতি ছিল অসাধারণ। সঙ্গীতের একজন যথার্থ সমজদার ব্যক্তি হিসেবে সেকালে তাঁর নাম ফুটে উঠেছিল চতুর্দিকে। জগন্মোহনের পাঁচ সন্তানের মধ্যে দ্বিতীয় রসিকলালের দুই মেয়ের বিয়ে হয় দ্বারকানাথ ঠাকুরের ভাগ্নে ও দাদার পৌত্রের সঙ্গে। ঠনঠনের শশিভূষণ মুখোপাধ্যায়ের মেয়ে ত্রৈলোক্

নিঃসঙ্গ ভাবনা

  কয়েক মুহূর্তে হারিয়ে যাই, খুব নিঃসঙ্গ ছিলাম, বন্ধুহীন আমার সকল সম্পর্ক স্বপ্নের গভীরে লুকিয়ে রাখি অবিরল সেই শূন্যতা, যা আমার মধ্যে বেড়ে উ’ঠে   শিশিরের ছোঁয়ায়, শব্দহীন রচিত আমার সকল পদ্য, তীব্র আবেগে আঙুলে ছুঁয়ে যায় ভোরের বাতাস, স্বরহীন আমার কণ্ঠ থেকে ঝ’রে প’ড়ে মৌলিক শব্দমালা অবিরত; স্তব্ধতায় মিশে যায় সৌন্দর্যের সকল অর্থ জলের শব্দের মতো কেঁপে-কেঁপে, চোখের ভেতর লুকিয়ে রাখি জ্যোতির্ময় প্রোজ্জ্বলিত সেই ভাবনা, যা অমল ঠোঁটে গেঁথে থাকে পরম ভালোবাসায়, কখনও গাঢ় মেঘমালায় হারিয়ে যায় শুভ্র ছোঁয়ায়, আজো আমার দু’চোখে বেড়ে উ’ঠে জ্যোৎস্নাময় পূর্ণিমার চাঁদ সন্ধ্যার আকাশে-   কয়েক টুকরো স্মৃতি বেঁচে থাকে মায়াবী সোনালি মধ্যে দিনে কৃষ্ণচূড়ার লালে;   হারিয়ে যাই লাল রক্তজবার ছোঁয়ায় ! নির্মল শ্রাবণ জলে পলিমাটির তীব্র স্পর্শে-   অন্ধকার মুহূর্তে সকল নিঃসঙ্গ ভাবনাগুলো জড়ো হয় নিবিড় স্তব্ধ আমার দু’চোখে,   রুপালি নীল স্রোতে রূপান্তরিত হ’তে থাকে নিঃসঙ্গ ভাবনাগুলো নিঃশব্দে ঠোঁটে।