সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

আগস্ট, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কবিতাঃ স্বপ্নগুলো জমিয়ে রাখি

স্বপ্নগুলো জমিয়ে রাখি; নির্জনে অনেকগুলো ভাবনা হৃদয়ে গেঁথে রাখি আপন করে; কথা বলি অমল সুরে; মাধুর্যময় সঙ্গীতে, ছোট ছোট ভাবনায় ভ’রে উ’ঠে আমার চতুর্দিক, কে তুমি আমার অম্লান স্মৃতি ! সোনালী সন্ধ্যায় প্রগাঢ় নিসর্গমালা আমার বিবর্ণময় সবুজে , বেঁচে থাকার জন্য শ্রুতিময় ক’রে তুলি আলোর ঝলকে মোহময় মসৃণ সন্ধ্যা; আমার কণ্ঠস্বর অবিকল ছুঁয়ে যাওয়া মাতাল হাওয়া; উজ্জ্বল, স্পন্দনের ধ্বনি আমার আঙুলে অলৌকিক হৃদয়ের স্নিগ্ধ হিমে, প্রোজ্জ্বল সৌন্দর্য জমে থাকে সুদূরের কোন আঁধারের নীল সমুদ্রে, গাঢ় নিঃসঙ্গ জ্যোতির্ময় হ’য়ে ঝ’রে পড়ে নক্ষত্র অন্তহীনে; পুণ্যময় হ’য়ে মুগ্ধতা ঝ’রে যাক ঐশ্বরিক রূপান্তরের বসন্তদিনে;     

কবিতাঃ হারানো সৌন্দর্য

কোমল মসৃণ ত্বক হারাচ্ছে সৌন্দর্য; খসে-খসে ঝ’রে পড়ে অমল শৈল্পিক চিত্তে কঠিন অবয়ব কয়েক মুহূর্তে নীল হ’য়ে উ’ঠে পবিত্র দেহে কুয়াশার শিশিরে; তাতে গেঁথে থাকে একশো একটি রক্তগোলাপ, পূর্ণিমার ভরা জ্যোৎস্নায় নীলে;   মাংস ভেদ ক’রে পৌঁছে যায় আশ্চর্য আঙুল বিস্ময়কর শরীরে; নিঃসঙ্গ ভাবনায়   উজ্জ্বল জলে তা ভেসে উ’ঠে দুর্ভেদ্য নির্ঝরে; আমার হারানো অতীত সম্পর্কে,   শহরের সকল আবর্জনা যেন দিন দিন জড়ো হয় গোপন শুভ্রতার আঁখিকোণে,   স্বপ্ন ও বস্তুর মধ্যে তেমন কোন পার্থক্য আজ দেখতে পাই না আমার মৌনে;   টলোমলো জলে কালো ছায়া ভেসে উ’ঠে ছুঁয়ে যাওয়া সোনালী রূপের দিগন্তে,         ‘কালো মেঘে ছেয়ে গেছে পশ্চিমের আকাশ’ এ-কথা শুনিনি কোন কথার সুরে;   বাল্যস্মৃতি আজও ফিরে পাই একাকী মধ্যেরাতে, জ্যোৎস্নাময় নিসর্গ সন্ধ্যায়,   কেঁপে-কেঁপে ছুঁয়ে যায় আমার হারানো দীর্ঘ আঙুলে গেঁথে থাকা শূন্যেলোকে; প’ড়ে রয় নরম শরীর লাল মেঘের ঢেউয়ে, পাললিক জলে, মধুমতীর তীরে, জ্যোৎস্না মাখা চাঁদের তলে নিথর আর স্তব্ধ হ’য়ে পড়ে রয় আমার অমল ঠোঁট;   ফোঁটায়-ফোঁটায় শিশির জ’মে উ’ঠে সবুজ ঘাসে; অনুভূতির শূন্যময় মুগ্ধহিমে;   ইন্দ্র