স্বপ্নগুলো জমিয়ে রাখি; নির্জনে
অনেকগুলো ভাবনা হৃদয়ে গেঁথে
রাখি আপন করে; কথা বলি অমল সুরে; মাধুর্যময়
সঙ্গীতে, ছোট
ছোট ভাবনায় ভ’রে উ’ঠে আমার চতুর্দিক,
কে তুমি আমার অম্লান
স্মৃতি ! সোনালী সন্ধ্যায়
প্রগাঢ় নিসর্গমালা আমার বিবর্ণময় সবুজে,
বেঁচে থাকার জন্য শ্রুতিময়
ক’রে তুলি আলোর ঝলকে মোহময়
মসৃণ সন্ধ্যা; আমার কণ্ঠস্বর অবিকল ছুঁয়ে যাওয়া মাতাল হাওয়া;
উজ্জ্বল, স্পন্দনের ধ্বনি আমার আঙুলে
অলৌকিক হৃদয়ের স্নিগ্ধ
হিমে, প্রোজ্জ্বল সৌন্দর্য জমে
থাকে সুদূরের কোন আঁধারের নীল
সমুদ্রে, গাঢ় নিঃসঙ্গ জ্যোতির্ময়
হ’য়ে ঝ’রে পড়ে নক্ষত্র অন্তহীনে;
পুণ্যময় হ’য়ে মুগ্ধতা ঝ’রে যাক
ঐশ্বরিক রূপান্তরের বসন্তদিনে;
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন