কয়েক
মুহূর্তে হারিয়ে যাই, খুব নিঃসঙ্গ ছিলাম, বন্ধুহীন আমার সকল সম্পর্ক
স্বপ্নের গভীরে লুকিয়ে রাখি অবিরল সেই শূন্যতা, যা আমার মধ্যে বেড়ে উ’ঠে
শিশিরের ছোঁয়ায়, শব্দহীন রচিত আমার সকল পদ্য, তীব্র আবেগে আঙুলে ছুঁয়ে যায়
ভোরের বাতাস, স্বরহীন আমার কণ্ঠ থেকে ঝ’রে প’ড়ে মৌলিক শব্দমালা অবিরত;
স্তব্ধতায় মিশে যায় সৌন্দর্যের সকল অর্থ জলের শব্দের মতো কেঁপে-কেঁপে,
চোখের ভেতর লুকিয়ে রাখি জ্যোতির্ময়
প্রোজ্জ্বলিত সেই ভাবনা, যা অমল ঠোঁটে
গেঁথে থাকে পরম ভালোবাসায়, কখনও
গাঢ় মেঘমালায় হারিয়ে যায় শুভ্র ছোঁয়ায়,
আজো আমার দু’চোখে বেড়ে উ’ঠে জ্যোৎস্নাময়
পূর্ণিমার চাঁদ সন্ধ্যার আকাশে-
কয়েক টুকরো স্মৃতি বেঁচে থাকে
মায়াবী সোনালি মধ্যে দিনে কৃষ্ণচূড়ার লালে;
হারিয়ে যাই লাল রক্তজবার ছোঁয়ায়
! নির্মল শ্রাবণ জলে পলিমাটির তীব্র স্পর্শে-
অন্ধকার মুহূর্তে সকল নিঃসঙ্গ
ভাবনাগুলো জড়ো হয় নিবিড় স্তব্ধ আমার দু’চোখে,
রুপালি নীল স্রোতে রূপান্তরিত
হ’তে থাকে নিঃসঙ্গ ভাবনাগুলো নিঃশব্দে ঠোঁটে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন