তুমি ব্যর্থ নও, তোমার হাতে চালানো নৌকা তো সোজাই যাওয়ার কথা, আমি তো অনেক কিংবদন্তীর মুখে শুনেছি এই কাজে তুমি খুব’ই দক্ষ, তবে কেন বার-বার ব্যর্থ হচ্ছ, শক্ত ক’রে ধর, আরও শক্ত করে, তুমি কি দক্ষ নও এই গভীর সমুদ্রের জলে নৌকা চালানোতে? বাতাস-সে তো থাকবেই, তারপর আর কি, বলো? ঢেউ-তার গভীর শব্দমালা কী তুমি শুনতে পাও না? তার চিহ্নগুলো এখনও সুস্পষ্ট-চতুর্দিকে, যা কেঁপে উ’ঠে মুহূর্তে, স্তব্ধতা-তার অর্থ তুমি কিছুই বোঝ না, ...