তুমি ব্যর্থ নও, তোমার হাতে চালানো নৌকা তো সোজাই যাওয়ার কথা, আমি তো অনেক কিংবদন্তীর মুখে শুনেছি এই কাজে তুমি খুব’ই দক্ষ, তবে কেন বার-বার ব্যর্থ হচ্ছ, শক্ত ক’রে ধর, আরও শক্ত করে, তুমি কি দক্ষ নও এই গভীর সমুদ্রের জলে নৌকা চালানোতে? বাতাস-সে তো থাকবেই, তারপর আর কি, বলো? ঢেউ-তার গভীর শব্দমালা কী তুমি শুনতে পাও না? তার চিহ্নগুলো এখনও সুস্পষ্ট-চতুর্দিকে, যা কেঁপে উ’ঠে মুহূর্তে, স্তব্ধতা-তার অর্থ তুমি কিছুই বোঝ না, ...
মামুনুর রহমান, সমকালীন বাংলা সাহিত্যের এক অদ্বিতীয় সংবেদনশীল কণ্ঠ। তাঁর লেখায় জীবনের সাধারণ মুহূর্তগুলোও নতুন এক আলোর আভায় ফু’টে ওঠে। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, কবিতা কেবল শব্দের খেলায় সীমাবদ্ধ নয়; এটি সেই নীরব ভাষা, যা অন্তরের গভীরে বাস ক’রে, পাঠকের অভ্যন্তরীণ অনুভূতির সঙ্গে মিশে এক অনন্য প্রতিধ্বনি সৃষ্টি ক’রে। তেমনি তাঁর গদ্য রচনা পাঠককে শুধু ভাবায় না, বরং অনুভব করায়, জীবনের ক্ষুদ্রতম ছোঁয়ায়ও গভীর মানসিক ধ্বনিতে স্পন্দিত ক’রে। তিনি খেয়াল রাখেন পাঠকের মন ও মননশীল দিকটি।