তুমি ব্যর্থ
নও, তোমার হাতে চালানো নৌকা তো সোজাই যাওয়ার কথা,
আমি তো অনেক কিংবদন্তীর মুখে শুনেছি এই কাজে তুমি
খুব’ই দক্ষ,
তবে কেন বার-বার ব্যর্থ হচ্ছ, শক্ত ক’রে ধর, আরও
শক্ত করে,
তুমি কি দক্ষ নও এই গভীর সমুদ্রের জলে
নৌকা চালানোতে?
বাতাস-সে তো থাকবেই, তারপর আর কি, বলো?
ঢেউ-তার গভীর শব্দমালা কী তুমি শুনতে
পাও না?
তার চিহ্নগুলো এখনও সুস্পষ্ট-চতুর্দিকে,
যা কেঁপে উ’ঠে মুহূর্তে,
স্তব্ধতা-তার অর্থ তুমি কিছুই বোঝ না,
যেন কোন এক বধিরতা নেমে আসে আমার সমস্ত
ঘাসফুলে,
কালো মেঘ দূর হওয়ার আগেই পৌঁছে যাবো
নির্দিষ্ট গন্তব্যেয়,
বলতে পারো এ-রকম কোন কথা আমাকে?
এগিয়ে যাও দ্রুত, আরও দ্রুত, সমস্ত কিছুকে
পিছে ফেলে,
নিশ্চুপ, দ্রুতি ছড়াও, গভীর নদীর জলে
ঢেউয়ের দোলে-দোলে,
তীব্রতর কম্পমান শরীরে, মাঘের নিশিতে
জ্যোতির্ময় ছায়া,
তীব্র ঢেউ ছাড়া যেন আর কিছুই নেই, আমি
কি হারিয়ে যাব?
নদীর বাঁকে-বাঁকে, চোখের মধ্যে বাঁচি,
সমস্ত সৌন্দর্য যেন
আজ এ-দিকে, শব্দহীন আমার সমস্ত সম্পর্ক,
আঙুলে গেঁথে রাখি নীল পদ্ম, মসৃণ আকাশে
আমার ব্যর্থ
স্বপ্নগুলোর তীব্র প্রতিযোগিতা উত্তর-দক্ষিণে
তার ঘন বৃষ্টি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন