আমরা আমাদের মতো; আমরা বেঁচে থাকি জটিল সম্পর্কে,
গাঢ় আর গভীর সম্পর্কে, মানুষের মধ্যে সম্পর্ক ছাড়া
অন্য কোন পরিচয় নেই, সম্পর্ক-ই সব কিছুর
মুল,
সম্পর্ক
ছাড়া কোথাও দাঁড়াবার কোনো জায়গা নেই,
এই যে নাড়ীর টান, তাও কোন এক সম্পর্কে
মধ্যে আটকা
পড়ে আছি, সব জায়গায় বিস্তার সম্পর্কের
এক গভীর ছায়া,
আমরা আমাদের মতো বেঁচে থাকি, বেঁচে থাকি
মানবিক
সম্পর্কে, আলো ও অন্ধকারের মধ্যে বেঁচে
থাকে আমাদের
দীর্ঘদিনের লালিত সম্পর্ক, নিবিড় ভালবাসা
তাও দীর্ঘ হ’তে
থাকে আমাদের হৃদয়ে, রক্তের শিরায়-শিরায়
প্রবাহিত হ’তে থাকে,
দীপ্ত চোখের আলোয়. বিধস্ত আমার সব কিছু-চতুর্দিকে
নেমে
আসে কোনো এক গভীর অন্ধকার, ভালোবাসার রঙে
ছায়া লাগে,
সম্পর্কের আঁচলে মুখ লুকাই, চাঁদের আলো
ছায়া ফেলে যায়
আমার কঠিন আঙুলে, অবসরে গান গায় ব্যর্থ
মানুষ, তাঁর অতীত
স্মৃতিতে-কাকে যেন ভালবেসেছিল আপন করে?
হারানোর সব
চিহ্ন আজ মুছে গেছে চোখের কোণ থেকে, জ্যোতির্ময়
সেই স্মৃতি,
প্রেমের ব্যর্থ উল্লাস এই তপ্ত বুকে, নিরুদ্ধেশ আমার
সকল যাত্রা,
চৈত্রের বাতাসে গেঁথে রাখি আমার সকল সম্পর্ক
গভীর স্পর্শে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন