এসো
তুমি সুন্দরী প্রিয়তমা, আমার বাহুতে
হৃদয় আর শরীরে;
হাতে
হাত রাখো,
আমার
হাতে
তোমার
হাত,
আর একটু উ’ঠে এসো, আমাকে
লক্ষ্য ক’রে
আজ বিধ্বস্ত হোক অতীতের সব
মধুর সম্পর্ক,
এসো তবে আমারই দিকে, এইতো আমি
সুন্দরী
প্রিয়তমা !
নক্ষত্র, অরণ্য, স্পন্দনহীন
সান্ধ্য আলোর
ছায়া সব-ই আমাদের;
এই যে আমার পায়ের দাগ, অপার্থিব
সৌন্দর্য,
চন্দনের চিহ্ন,
জ্যোতির্ময় উদ্ভাসিত আলো;
এসো তবে আমার স্মৃতিময় গভীর
পথে, নিসর্গে
পায়ে পা রাখো; গোপনে গোপনে,
হারানো সুরে
হাতে হাত রাখো আলতো ক’রে,
তোমার হাতের
কম্পন যেনো বেগমান বিদ্যুৎ,
তার প্রবাহিত রচিত শোভা,
উ’ঠে এসো, ধীরে ধীরে, নির্জন সম্পর্ক ধুয়ে
মুছে,
এসো আমাকে লক্ষ্য করে, আশ্চর্য আলোয়,
লাল টুক টুকে রক্তজবা; আমার
রচিত গাঢ় সূর্যমুখী,
স্টেজ আজ তোমার-আমার,
ঝড়াবো বৃষ্টি লাল মেঘে মেঘে;
নাচবো আমি আজ তোমার সঙ্গে
সঙ্গপানে সব কিছু মাতিয়ে;
নাচবে তুমি আমার সঙ্গে
সব কিছু কাঁপিয়ে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন