স্থির রয়েছি হৃদয় মাঝে, অতলস্পর্শ প্রগাঢ় সকল
সম্পর্কে,
কোনো কথা নয়, অটল আর অনড় অপলক সকল অবাধ
মানবিক সম্পর্ক ও সংঘে। প্রেম, স্নেহ, প্রীতি, অনুরাগ,
যেখানে
কোন কিছুই দীর্ঘতর নয়; আমার উপলব্ধি, অনুরাগী
মন তবুও প্রতিজ্ঞায় অটল নিশিদিন। অলৌকিক আমার দিন,
সম্পর্ক আর সন্ধ্যার মতো;
অভ্যন্তরীণ সকল সৌন্দর্য ম্লান আজ।
ম্লান হ’বে আমার অতীতের সব সম্পর্ক, গাঢ় আর
নিবিড় শ্রাবণ
ধারায়, অরণ্য, লাল মেঘে জড় হওয়া আমার হারানো দুঃখ,
জ্যোতির্ময় আলোয় সব উজ্জ্বল
হ’বে, লুকোনো সব পৌরাণিক
সম্পদ,
মূল্যহীন আজ আমার কঠিন ধাতবে। মুছে যাবে সব
চিহ্ন আদর্শ আর কঠিন বাস্তবতায়। রচিত ইতিহাস গত
হয়েছে;
যেখানে
রয়েছে শুধু কিংবদন্তী আর চরম সফলতা; আমার সৌন্দর্য
ময় প্রেম গাঁথা মূল্যহীন তোমার চিত্তে,
প্রসারিত স্বপ্নে উদ্ভাসিত
নতুন
মূল্যবোধ ; আমরা বেঁচে ছিলাম আমাদের শতাব্দীতে, অই
সকল জড়তা থেকে, নিভে গেছে সকল নিবিড়তা অম্লানজলে;
কোনো ঠিকানা জানা নেই; যেখানে প্রত্যাবর্তন করবে আমার
অনাগত
ভবিষাৎ, যারা বিছে নিবে আমারই কণ্ঠস্বরে রচিত
দুঃখগাঁথা; নষ্ট আর ধূসর পাণ্ডুলিপির সব অক্ষর যাদের
চোখের
কোণে লুকিয়ে থাকবে, জানবে না তার স্পষ্ট অর্থ,
রচিত কাব্য
ধারা। গত হয়েছে দীর্ঘদিন; হারিয়ে গেছে নষ্ট
স্মৃতি, প্রসারিত
ঢেউ আর জাগে
না অশ্রুকোণে, কেঁপে কেঁপে জেগে উ’ঠে এই
নষ্ট শরীর, যেখানে জ’মে ছিল করুন আলো আমার
ত্রিশে, কে
কবে দেখিয়েছিল রঙিন স্বপ্ন, ভুলে গেছি তার
গভীরতা আমার
আঁখিকোণে। ফিরে তাকাই সেই সরোবরে; যেখানে
উঠেছিল
আমার
কঠিন প্রতিজ্ঞা; স্বপ্নে- কষ্টে ধুয়ে গেছে মেধার প্রাজ্ঞতায়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন