আমার স্বপ্নগুলো আমার চেয়ে বড়, সে কথা বলে
মৃদুসুরে আপন আলোয়;
বেঁড়ে উ’ঠে আমাকে ভর ক’রে, মিশে
থাকে একান্ত গভীরে শব্দের সাথে,
ভালবাসার সব রঙে শরীর ছুঁয়ে
যায় সমুজ্জ্বল উল্লাসে, নৈঃশব্দতার ঢেউ’য়ে
সে অনেক চেষ্টা ক’রে আমাকে
ছেঁড়ে আমার ছায়ায় বাসা বাঁধতে সুখনিদ্রায়,
নির্জন ভাষা তাকে দিয়ে যায় আকাশের
প্রসারিত রুপ চন্দনের প্রতিশ্রুতে;
আমি মিশে যাই তার সাথে, ভাবনা
আর চেতনা আমাকে নিয়ে যায় পৃথিবীর
অন্ধকার অববাহিকায় স্তব্ধ অরণ্যের মাঝে, স্বপ্নগুলো আমাকে নিয়ে ডুব দেয়
জোস্নার কোমল আলোয়, আপন মনে,
কখনও আমাকে
ছেঁড়ে চলে যায় দূরে;
মিষ্টি রোদের পরম ছোঁয়া পেতে গভীর
নির্জনে; হারানো পথে, সৌন্দর্যে গেঁথে
থাকে অতন্দ্রিত রাত; চক্ষুজুড়ে
আলো আঁধারে মিশে থাকে লাল নীল কুয়াশা,
সবুজ ঘাসের সৌন্দর্য অলৌকিকতায় বেজে উ’ঠে আপন কণ্ঠস্বরে, নীল জলে
শত স্নিগ্ধ প্রজাপতি উ’ড়ে যায় আমার বাহুতলে, একগুচ্ছ সবুজ উদ্ভিদে জন্ম
নেয় আমার রচিত কাব্য ভালবাসার
ভিন্নরূপে; পরম সম্পর্ক মুছে যায় মুহূর্তে,
রক্তের গভীর থেকে; ভেসে আসে
শাদা মেঘের হাওয়া পরস্পরের আলিঙ্গনে;
আমার স্বপ্নের সাথে আমিও মিশে
যাই প্রতিভার স্পর্শে চুম্বনের অমল পুস্পে,
স্বপ্ন আর ঠোঁটের সাথে মিশে যায় চাঁদের
অমল আলোয় দুর্লভ নক্ষত্রের স্বরে;
নিসর্গ প্রদীপ ম্লান হ’য়ে
উ’ঠে নীল ছোঁয়ায়, সৌন্দর্য মেখে উ’ড়ে যায় দীর্ঘ বুকে
শূন্যতায় ভেসে উ’ঠে আমার অমল
ভাবনা তার আপন সুরে; বস্তুর স্পর্শে গ’লে
গ’লে ঝ’ড়ে প’ড়ে রক্তকোমল নীল
ভাবনায় আমার নিভে যাওয়া উজ্জ্বল অনলে,
আমার স্বপ্নগুলো আমার চেয়ে
বড়; নীলিমায় রেখে যাওয়া টলোমলো শিশির।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন