ঠিক
পৌঁছে যাব আমি, দেখে নিও তুমি সেই সময়ের মধ্যে
যা তুমি আমাকে বেঁধে দিয়েছ,
তোমার ফ্রেমে বাঁধা সময় থেকে,
ভুলে যাইনি আমি সেই সময়ের কথা
আমার বিস্তৃত মন থেকে,
যা তুমি আমাকে বার-বার স্মরণ
ক’রে দিয়েছিলে বুধবার সন্ধ্যায়,
হয়তো আমি
হারিয়ে যাব গভীর অন্ধকারে, দু’চোখে গেঁথে থাকবে
অমল সৌন্দর্য অবিরত, চোখের
মধ্যে ব’য়ে যাবে মায়ানদী স্রোতের টানে,
সবুজ অরণ্যেয় মিশে থাকবে
প্রোজ্জ্বলিত পূর্ণিমার নিঃশব্দ গাঢ় আলো
আমার ব্যথিত স্বপ্নলোকে, তারপরও
আমি মনে রাখবো তোমার দেওয়া
সেই সময়ের কথা, যা
তাৎপর্যপূর্ণ হ’য়ে দেখা দেয় স্মৃতির গভীর কোণে,
তীব্র জ্যোৎস্না আর শিশিরের
ফোঁটা যদি নেমে আসে আমার আপন
পথে কেঁপে উঠা হৃদপিণ্ডে, নদীর
ঢেউ যদি তাকে নিয়ে যায় অন্যদিকে
তারপরও আমার গন্তব্য ভুল
হবে না তোমার পথে পা বাড়াবার জন্য;
সুনিবিড় স্পর্শে গেঁথে
থাকবে সুমধুর সংগীত ঠোঁটের কোমল ছোঁয়ায়
জীবনের অনেক কিছুই ধূসর রঙে
ভ’রে উঠবে কয়েক মুহূর্তে,
তোমার কথা আমার কানে বেজে উ’ঠে
উজ্জ্বল মর্মের গভীরে
স্বপ্নের সিঁড়িতে পা রাখি,
ঠিক যেন রুপালিচাঁদের আলো ছায়ায়
ছুঁয়ে যায় জ্যোতির্ময় সৌন্দর্য, শব্দহীন আমার
সমস্ত ভাবনা উৎসারিত
হ’তে থাকে দিক্বিদিক, রূপান্তর
ঘটে যায় সন্ধ্যার আলোয় তোমারই পথে,
অতীতের টুকরো স্মৃতি খেলা ক’রে
চন্দ্রমল্লিকার বনে নক্ষত্রের অন্ধকারে
কয়েক মুহূর্তে আমরা হয়তো
হারিয়ে যাব কঠিন পৃথিবী থেকে স্বর্গের দিকে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন