পুরোনো স্টেশনে বসে আজও ভাবি,
কত ট্রেন এলো, কত মুখ হারিয়ে গেল,
তুমি এসেছিলে এক বিকেলে, হালকা বৃষ্টি আর কুয়াশা ভেজা চুলে
আমার হাতে এক কাপ কফি,
তোমার ঠোঁটে নরম হাসি
ঘড়ির কাঁটা যেন থেমে ছিল,
সময় শুধু তোমার চোখে দুলছিল রেলগাড়ির মতো
একটি সিটি বাজল,
তুমি উঠলে, আমিও চুপ করে রইলাম,
কিছু কথারা রেললাইনে পড়ে রইল,
যাদের শব্দ আজও রাতের বাতাসে ভেসে আসে
এখনও যাই কখনও,
দেখি বেঞ্চটা আছে, কিন্তু তুমি নেই
স্টেশনের আলো নিভে গেলে মনে হয়,
তুমি বুঝি কোথাও পাশে বসে বলছো,
সময়টা একটু থেমে যাক।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন