নীল অন্ধকারের ঢেউয়ে দুলেছি আজ
নিরালায়,
চাঁদের ক্ষীণ আলো ভাঙে রাতের নিঃশব্দ গহ্বরজুড়ে;
ভেসেছি স্বপ্নহারা জলের গভীর অচেনা টানে,
আমার অনিদ্র দেহে ওঠে অতল স্রোতের অস্থির দোলায়
আমার
পরাণে আজ দহন শুধু, নোনা জলের ক্ষত,
আমার নিঃশ্বাস ডোবে রাতের নিঃসঙ্গ অন্ধকারে;
সমুদ্রের উত্তাল দেহে লুকিয়ে থাকে আমার ছায়া,
ঢেউয়ের অভিমানী স্পর্শে মন ভাঙে পুনর্বার অন্তহীন ক্ষত
তুমি যে এলে আজ দিগন্তভরা ক্লান্তি নিয়ে,
বৃষ্টিভেজা বকুলের মতো কোমল তোমার অবয়ব
প্রেম আজ নির্বাসিত, শূন্য নীরব বালুর দেশে,
অথচ হৃদয় আমার শোনে সমুদ্রের বলিষ্ঠ, অন্তহীন
স্নায়ু-নিঃশেষ গেয়ে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন