এক সাথেই হাঁটতে শুরু করেছিলাম আমরা অজস্র জ্যোৎস্না আর মেঘকে সাথে করে। নিয়েছি পথে দীপ্তিময় চাঁদ, অদ্ভুত আর বিস্ময়কর গাঢ় অন্ধকারকে। দীপ্তিময় আমার বিকশিত উদ্যান; তুমি হাঁটতে ছিলে, আর আমি তোমার পথ ধ’রে নিবিড় পথে তোমার সাথেই এগিয়ে যাচ্ছি, সবুজ ডালপালা আর দীর্ঘ সরোবর...
মামুনুর রহমান, সমকালীন বাংলা সাহিত্যের এক অদ্বিতীয় সংবেদনশীল কণ্ঠ। তাঁর লেখায় জীবনের সাধারণ মুহূর্তগুলোও নতুন এক আলোর আভায় ফু’টে ওঠে। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, কবিতা কেবল শব্দের খেলায় সীমাবদ্ধ নয়; এটি সেই নীরব ভাষা, যা অন্তরের গভীরে বাস ক’রে, পাঠকের অভ্যন্তরীণ অনুভূতির সঙ্গে মিশে এক অনন্য প্রতিধ্বনি সৃষ্টি ক’রে। তেমনি তাঁর গদ্য রচনা পাঠককে শুধু ভাবায় না, বরং অনুভব করায়, জীবনের ক্ষুদ্রতম ছোঁয়ায়ও গভীর মানসিক ধ্বনিতে স্পন্দিত ক’রে। তিনি খেয়াল রাখেন পাঠকের মন ও মননশীল দিকটি।