আমি
নাকি তোমার কাছে পৃথিবীর সবচেয়ে
কঠিন
পদার্থ,
তাই ভূলে-ও একটু ভালোবাসোনি
আমায়।
নির্মল, পবিত্র, সুন্দর আমার সকল সম্পর্ক,
অপার অসীম তার অকুণ্ঠ ধারা, জ্যোৎস্নাময়
বিগলিত হিম, অজর তার উজ্জ্বল
ঠোঁট;
যদি দাও আমাকে তোমার সকল
ভালোবাসা,
তাহ’লে লিথিয়াম গ্যাস থেকে অনেক
অনেক হালকা হ’য়ে যাবো এই আমি।
শুধু তোমার জন্য অধরে
ফুটিয়েছি অনিন্দ্য কাঁঠাল
চাপা আর কামিনী; শুধুই তোমার
জন্য আমার স্বরে
রচিত অম্লান সঙ্গীত; অন্তরের
সৌন্দর্য আজ গাঢ় অন্ধকারময়,
তোমার ঐ প্রবাহিত ঢেউ,
অপূর্ব, অতুলনীয়, অদ্ভুত আর
অসামান্য। হৃদয়ে জাগিয়ে দেয়
সবুজ উদ্ভিত, আমার
অশ্রুআঁখিতে। তোমার স্পর্শ
পাওয়ার জন্য আমি কেন,
যে কেউ অনায়াসে অপেক্ষা করতে
পারে শতাব্দীর পর
শতাব্দী। অহল্যাকে নিয়েছি টেনে বুকের গভীরে,
আর
তোমাকে পাওয়ার জন্য উৎকণ্ঠিত, উৎসুক আমার মন।
অদ্ভুত আর অলৌকিক আমার সমাজ রাষ্ট্র সভ্যতার সব
সুবিধা ছেড়ে আশ্চর্য পা রেখেছি তোমার-ই দিকে।
জানি, তোমাকে পাওয়ার জন্য অপার্থিব সকল
জ্যোৎস্না
হারিয়ে যাবে বুক পকেট থেকে। আরও
অনেক কিছু
হারিয়ে
যাবে, পুঞ্জ পুঞ্জ গোলাপ, কণ্ঠ নিঃসৃত পদ্যের সুর
আর রবীন্দ্রনাথের ‘নিরুদ্দেশ
যাত্রা’। মলিন হয়েছে গুল্মের
সব মুকুল, অর্থহীন আমার সকল
প্রার্থনা বিপন্ন বিস্ময়;
আলো আঁধারের সকল রূপ আজ এলোমেলো রচিত
কাব্যেয়;
আমি
জানি, ওসব থেকে তুমি আমার কাছে আজ অনেক অজর।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন